বৃদ্ধ বাবাকে মারধর, ছেলের বিরুদ্ধে অভিযোগ থানায়
পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। মঙ্গলবার ছেলের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ইংরেজবাজার থানার যদুপুর এলাকায় প্রভুরাম মণ্ডল (৭৫) স্ত্রী কুসমি মণ্ডলকে নিয়ে বসবাস করেন। তাঁদের বড়ো ছেলে অরুণ মণ্ডল ইংরেজবাজার সাগরদিঘি এলাকায় বসবাস করে। ছোটো ছেলে বিশ্বজিৎ মণ্ডল নিজের বাবা-মার সঙ্গেই থাকে। অভিযোগ, ছোটো ছেলে বিশ্বজিৎ তাঁর বাবা-মায়ের দেখাশোনা করে না। চিকিৎসার খরচ, খাওয়া-দাওয়ার খরচ কিছুই বহন করে না। বাধ্য হয়ে গোরু বিক্রি করে সংসার খরচ চালাচ্ছেন প্রভুরামবাবু। সোমবার গোরু বাধা নিয়ে বিবাদের জেরে ছোটো ছেলে বিশ্বজিৎ তাঁর বাবাকে বৃদ্ধ বাবাকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। আজ সকালে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রভুরামবাবু।
তিনি জানান, তাঁরা স্বামী-স্ত্রী উভয়েই ভয়ে দিন কাটাচ্ছেন। প্রতিনিয়ত ছেলের হাতে তাঁরা আক্রান্ত হচ্ছেন। বাধ্য হয়ে তিনি ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comentários