top of page

পুলিশের ফাঁদে পাকরাও ছয় সশস্ত্র ডাকাত

আগ্নেয়াস্ত্র সহ ছয় জনের ডাকাতদলকে গ্রেফতার করল পুখুরিয়া থানার পুলিশ। ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


Six armed robbers caught by Pukhuria police
উদ্ধার হয়েছে পাইপগান, কার্তুজ, গ্যাস কাটার মেশিন এবং লোহা কাটার যন্ত্রাংশ

ধৃতদের নাম প্রশান্ত মণ্ডল, সন্তোষ মণ্ডল, ছোটন সাহা, বাবলু মণ্ডল, উজ্জ্বল মণ্ডল এবং বুলেট মণ্ডল। এদের বাড়ি বৈষ্ণবনগর, মোথাবাড়ি এবং কালিয়াচক থানা এলাকায়। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ, গ্যাস কাটার মেশিন এবং লোহা কাটার আধুনিক কিছু যন্ত্রাংশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে একটি পিকআপ ভ্যানে করে ওই ছয়জনের দুষ্কৃতীর দল চাঁচলের কোনও একটি শোরুম অথবা গোডাউনে ডাকাতি করার পরিকল্পনা নিয়েছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ পীরগঞ্জ এলাকার রাজ্যসড়কে ফাঁদ পাতে। পিকআপ ভ্যানটি এলাকায় আসতেই পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্তদের হেপাজত থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং লোহার গ্রিল ও সাঁটার কাটার এই যন্ত্রাংশগুলি উদ্ধার করে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page