শিশু ও গর্ভবতী মায়েদের জন্য আলাদা জরুরি বিভাগ খুলল মেডিকেলে
শিশু ও গর্ভবতী মায়েদের জন্য আলাদা জরুরি বিভাগ খোলা হল মালদা মেডিকেল কলেজে। আজ একথা জানান মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়।
সম্প্রতি মালদা মেডিকেল কলেজে স্বাস্থ্য দফতরের দুই জনের প্রতিনিধি দল পরিদর্শন করে। তাঁদের সাথে মেডিকেল কর্তৃপক্ষের দীর্ঘ বৈঠকের পর স্বাস্থ্য দফতরের নির্দেশে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য মালদা মেডিকেল কলেজের মাতৃ-মা বিভাগে জরুরি বিভাগ খোলার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী মাতৃ-মা বিভাগে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য জরুরি বিভাগ খোলা হল। সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসক ও নার্স থাকবে।
মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, স্বাস্থ্য দফতরের নির্দেশে মাতৃ-মা বিভাগের মধ্যে জরুরি বিভাগ খোলা হয়েছে। সেখানে পৃথকভাবে শিশু ও গর্ভবতী মায়েদের চিকিৎসা করা হবে। অর্থাৎ এখন থেকে মেডিকেল কলেজে দুটি জরুরি বিভাগ কাজ করবে। জেনারেল জরুরি বিভাগ পুরোনো স্থান থেকেই পরিসেবা দেবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires