top of page

ছেলের অত্যাচার, নালিশ জানাতে থানায় হাজির বৃদ্ধ বাবা-মা

সম্পত্তি বিক্রি করে বাবা-মার কাছে কুড়ি লক্ষ টাকা দেওয়ার চাপ ছেলের। বৃদ্ধ বাবা-মা রাজি না হওয়ায় ব্যাপক মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বিনোদপুর এলাকায়। বুধবার ইংরেজবাজার থানার দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ বাবা-মা। তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


ইংরেজবাজার শহরের বিধাননগর এলাকার বাসিন্দা সুবোধ মণ্ডল। বাড়িতে রয়েছেন স্ত্রী সীতা মণ্ডল, বড়ো ছেলে গজন মণ্ডল ও তার পরিবার। অভিযোগ, ছোটো ছেলে ছোটন মণ্ডল দিনের পর দিন তাঁদের উপরে অত্যাচার চালাচ্ছে। প্রতিবাদ করতে গেলে বৃদ্ধ বাবা-মা সহ বড়ো ভাইকে মারধর করে সে। বাড়ির একটি সম্পত্তির বিক্রি করার চাপ দিচ্ছিল ছোটো ছেলে ছোটন মণ্ডল। পাশাপাশি কুড়ি লক্ষ টাকা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল। রাজি না হওয়ায় বৃদ্ধ বাবা-মাকে ব্যাপক মারধর ও বাড়িতে ভাঙচুর চালায় ছোটন।



ছোটো ছেলের ব্যবহারে অতিষ্ঠ হয়ে বৃদ্ধ বাবা-মা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করে। ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে।




মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page