প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তার কড়াকড়ি, ধৃত আন্তঃরাজ্য মাদক কারবারি
প্রজাতন্ত্র দিবসের নাকা চেকিংয়ের দরুন গ্রেফতার আন্তঃরাজ্য মাদক কারবারি। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
প্রজাতন্ত্র দিবসের আগে নাশকতা আটকাতে হরিশ্চন্দ্রপুরে বাংলা-বিহার সীমান্ত জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। গতকাল রাতে নাকা চেকিং চলাকালীন একটি মোটরবাইক আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশকর্মীরা। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্যাগ ভরতি গাঁজা। তল্লাশি চালানোর সুযোগ নিয়ে মোটরবাইক আরোহী পালাতে সক্ষম হলেও গ্রেফতার করা হয় চালককে। ধৃত কারবারির নাম সাদ্দাম হোসেন (২৭)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মশালদা গ্রামপঞ্চায়েত এলাকায়। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয়েছে ১১ কেজি গাঁজা।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ধৃত কারবারি আন্তঃরাজ্য মাদক কারবারের সঙ্গে যুক্ত। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments