top of page

মাদক খাইয়ে লুট, যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

মাদক খাইয়ে সর্বস্ব লুট তিন যাত্রীর। অচৈতন্য অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে আরপিএফ। ঘটনাকে কেন্দ্র করে যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।


জানা গেছে, ওই তিন যুবকের বাড়ি নদীয়া জেলায়। লখনউ থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন তাঁরা। কাটিহার স্টেশন থেকে হাওড়া-কাটিহার ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই তিন যুবক। অভিযোগ, কাটিহার স্টেশন পার হতেই কেউ বা কারা মাদক খাইয়ে সর্বস্ব লুট করে তাঁদের। খবর পেয়ে ওই তিন যাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন আরপিএফ জওয়ানরা।


ফের একবার ট্রেনে মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুটের ঘটনায়, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


অচৈতন্য অবস্থায় তিন যাত্রী উদ্ধার



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page