বিয়ে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত্যু ভাই-বোনের
বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোনের। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০-১২ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার আদমপুর এলাকায় মহামায়া মন্দির সংলগ্ন এলাকায়।
মৃতদের নাম অসীম সরকার (৪০) ও ছবি কর্মকার (৪৫)। মৃতরা সম্পর্কে ভাই-বোন। তাঁদের বাড়ি হবিবপুরের আইহো ফিল্ডপাড়া এলাকায়। জানা গিয়েছে, পুরাতন মালদার কোর্ট স্টেশন সংলগ্ন এলাকায় পরিবারের এক আত্মীয়ের মেয়ের বাড়িতে বিয়ে বাড়িয়ে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় আইহো থেকে মালদার দিকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোর পেছনে ধাক্কা মারে। ধাক্কায় উলটে যায় অটোটি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘাতক গাড়ি ও চালকের খোঁজ চালাচ্ছে মালদা থানার পুলিশ।
[ আরও খবরঃ চাঁচলে ধরা পড়ল ভুয়ো চিকিৎসক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires