চাঁচলে ধরা পড়ল ভুয়ো চিকিৎসক
মালদা শহরের পর এবার চাঁচলে গ্রেফতার ভুয়ো চিকিৎসক। ব্লক স্বাস্থ্য আধিকারিকের অভিযোগের ভিত্তিতে প্রলয় সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই চাঁচল ব্লক স্বাস্থ্য দপ্তরে প্রলয় সাহার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল। চাঁচলের তরলতোলা মোড়ে চশমার দোকানের আড়ালে বৈধ ডিগ্রি ছাড়া প্র্যাকটিস চালাচ্ছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে চাঁচলের তরলতলা এলাকায় পুলিশকে সাথে নিয়ে ওই চশমার দোকানে অভিযান চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। চিকিৎসারত অবস্থায় ওই প্রলয় সাহাকে হাতেনাতে ধরে ফেলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। বৈধ নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয় ওই চিকিৎসককে।
চাঁচল ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক আক্তার হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মেডিকেল টিম ওই চশমার দোকানে হানা দিয়ে হাতেনাতে ওই চিকিৎসকরে ধরে ফেলে। বৈধ নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। চাঁচলে আরও ভুয়ো চিকিৎসক রয়েছে বলে শোনা যাচ্ছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments