মাদ্রাসা নির্বাচনে কারচুপির অভিযোগ, আইনের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস
top of page

মাদ্রাসা নির্বাচনে কারচুপির অভিযোগ, আইনের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস

মাদ্রাসা নির্বাচনে ব্যালট বাক্স পালটে দেওয়ার অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস। যদিও কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। ঘটনাটি চাঁচল-১ নম্বর ব্লকের মহানন্দপুর পঞ্চায়েতের নয়াটুলি হাই মাদ্রাসার পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন নিয়ে।


উল্লেখ্য, গতকাল নয়াটুলি হাই মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল৷ গণনা চলাকালীন কংগ্রেসের এজেন্টরা কারচুপির অভিযোগ তুলে গণনা কক্ষ ছেড়ে বেড়িয়ে যান। ৬টি আসনেই জয় পায় তৃণমূল। কংগ্রেসের চাঁচল-১ নম্বর ব্লক সভাপতি আঞ্জারুল হক জনি জানান, গতকাল দুই দফায় ভোট হয়েছিল৷ মাঝে এক ঘণ্টা বিরতি ছিল৷ সেই সময় পুলিশ ও তৃণমূলের লোকজন ব্যালট বাক্স পালটে দেয়৷ গণনা কক্ষে সবার মোবাইল কেড়ে নেওয়ায় কেউ সেই অভিযোগ জানাতে পারেননি। কোনোমতে কাগজে সেই তথ্য লিখে জানালা দিয়ে ফেলে সেই তথ্য জানান এজেন্টরা। ব্যালট বাক্স পরিবর্তন করা হয়েছে তা গণনা থেকেও বোঝা যাচ্ছে। ভোট পড়েছে ৫০৩টি আর ব্যালট বাক্স থেকে ব্যালট পাওয়া গিয়েছে ৫০৮টি। বিষয়টি নিয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হবেন।



জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু জানান, জিততে না পেরে কংগ্রেস এসব নাটক করছে। তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী। তাঁরা জানেন, কয়েকটি মাদ্রাসার নির্বাচনে তাঁরা হারবেন। কিন্তু তাঁরা দুষ্কর্মে বিশ্বাসী নন। কংগ্রেস আদালতে যেতে চাইলে যেতেই পারে। এটা তাদের অধিকার।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page