top of page

পাচারের আগেই ৩৯ লক্ষ টাকার মোবাইল উদ্ধার বিএসএফের

ইন্দো-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ৩৯ লক্ষ ২৯ হাজার টাকার মোবাইল উদ্ধার করল বিএসএফের ৭০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। উদ্ধার হওয়া মোবাইলগুলি বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ।


বিএসএফের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাত দুটো নাগাদ সুখদেবপুর বিওপি এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানরা ১০-১২ জনকে কাঁটাতারের দিকে এগোতে দেখেন। সেই ঘটনা নজরে আসতেই জওয়ানরা কাঁটাতারের দিকে ছুটে যান। জওয়ানদের আসতে দেখে অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তিরা। পরে জওয়ানরা ওই এলাকায় তল্লাশি শুরু করে। কাঁটাতার সংলগ্ন একটি মাটির গর্ত থেকে আটটি ব্যাগ উদ্ধার হয়। উদ্ধার হওয়া ব্যাগগুলি থেকে ৩৯৫টি মোবাইল ফোন উদ্ধার হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য ৩৯ লক্ষ ২৯ হাজার টাকা।



[ আরও খবরঃ স্বামীর মৃত্যুতে সন্দেহ, কবর থেকে তুলে ময়নাতদন্ত চান স্ত্রী ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Tags:

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page