মালদায় কমছে সংক্রমণের হার, স্বস্তি
top of page

মালদায় কমছে সংক্রমণের হার, স্বস্তি

গত দুই দিনে মালদা মেডিকেল কলেজে ছয় জনের মৃত্যু হলেও খানিকটা স্বস্তিতে মেডিকেল কর্তৃপক্ষ। কারণ সংক্রমণ কমতে শুরু করেছে জেলায়। গত ২৪ ঘণ্টায় করোনার পরীক্ষার মাত্র ১৮ শতাংশের পজিটিভ রিপোর্ট এসেছে।


Reducing-infection-rate-in-Malda
২৪ ঘণ্টায় মাত্র ১৮ শতাংশের পজিটিভ রিপোর্ট এসেছে

মেডিকেল সূত্রে জানা গিয়েছে, গতকাল ৭৭২টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তার মধ্যে ১৪৬টি লালারসের নমুনায় করোনা ভাইরাসের হদিশ মিলেছে। কয়েকদিন আগেও এর হার ছিল ৫২ শতাংশেরও বেশি৷ অন্যদিকে, দু’দিন আগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল মেডিকেল কলেজের ডায়ালিসিস বিভাগ৷ মালদা জেলা ও সংলগ্ন এলাকায় প্রতিদিন ১০০ জনেরও বেশি রোগী মেডিকেল কলেজে ডায়ালিসিস করতে আসেন৷ এই রোগীদের কিছু অংশকে গঙ্গারামপুর হাসপাতাল ও বাকিদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page