top of page

অটো রিকশায় তল্লাশি চালিয়ে মিলল ব্রাউন শুগারের প্যাকেট

১৫০ গ্রাম ব্রাউন শুগার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ কালিয়াচক থেকে আসা একটি অটো আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন শুগারের দুটি প্যাকেট। প্রত্যেকটি প্যাকেটে ৭৫ গ্রাম করে ব্রাউন শুগার ছিল। গ্রেফতার করা হয় অটোর চালক সহ আরোহীকে। ধৃতদের নাম সুরেশ মণ্ডল (৩৩) ও রনি শেখ (১৯)। ধৃতরা কালিয়াচক ও মোথাবাড়ির বাসিন্দা। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page