top of page

কালিয়াচক বালিয়াডাঙায় পথ দুর্ঘটনায় আহত ৫

ছোটো গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের আহত কমপক্ষে পাঁচ। আজ সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বালিয়াডাঙা এলাকায়। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে উত্তর ২৪ পরগণার দিকে যাচ্ছিল ছোটো গাড়িটি। বালিয়াডাঙা মোড় এলাকায় ওই ছোটো গাড়ির সাথে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত হন মোটরবাইকের চালক সহ পাঁচজন। তড়িঘড়ি স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন। আহতদের নাম আজমাইল শেখ, সাকির হোসেন, বিদ্দিয়া শেখ এবং নূর আলাম। বাকি একজনের নাম জানা যায়নি। এদিকে, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।


5 injured in Kaliachak Baliadanga road accident



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page