৩০০ গ্রাম ব্রাউন শুগার সহ গ্রেফতার কারবারি
৩০০ গ্রাম ব্রাউন শুগার সহ এক কারবারিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃত যুবককে পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশ মোজমপুর এলাকার একটি মাঠে হানা দেয়। তথ্য অনুযায়ী এক যুবককে আটক করে উদ্ধার হয় ৩০০ গ্রাম ব্রাউন শুগার। গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃত যুবকের নাম ইসরাইল মোমিন (২৭)। বাড়ি কালিয়াচকের আলিপুর এলাকায়। পুলিশের অনুমান ওই যুবক ব্রাউন শুগার বিক্রির উদ্দেশ্যে ওই এলাকার ঘোরাঘুরি করছিল। ধৃত যুবককে আজ জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
Commentaires