top of page

পাণ্ডা সহ চোরাই মোটরবাইক উদ্ধার

চোরাই মোটরবাইক চক্রের হদিশ মিলল মালদায়। চোরাই মোটরবাইক সহ দুই পাণ্ডাকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


বৃহস্পতিবার রাতে সাহাপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের বাইপাসে কালিয়াচকের দিক থেকে আসা দুই মোটরবাইক আরোহীকে আটক করে গাড়ির কাগজপত্র দেখতে চান পুলিশকর্মীরা। ওই দুই চালক কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরেই ওই দুই চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে উঠে আসে চোরাই মোটরবাইকের চক্রের নানা তথ্য। সেই তথ্যের ভিত্তিতে পুরাতন মালদার জলঙ্গা এলাকা থেকে উদ্ধার হয় আরও নয়টি চোরাই মোটরবাইক।


Recover stolen motorbike in Malda
চোরাই মোটরবাইক সহ দুই পাণ্ডাকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ

মালদা থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইমরান আলি (২৬) ও মুস্তাফিজুর রহমান (২৫)। ইমরানের বাড়ি পুরাতন মালদার জলঙ্গা এলাকায়। মুস্তাফিজুর বৈষ্ণবনগর থানার শবদলপুর এলাকার বাসিন্দা। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page