top of page

আসছেন রাহুল গান্ধি, সরগরম চাঁচল

আজ মালদায় নির্বাচনী প্রচারে আসছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। চাঁচলের কলমবাগান ময়দানে বেলা তিনটায় পূর্ণিয়া থেকে হেলিকপ্টারে নামবেন রাহুল গান্ধি। জেলা কংগ্রেস সূত্রে জানা যায়, রাহুল গান্ধি ছাড়াও মঞ্চে উপস্থিত থাকবেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপা দাশমুন্সি, প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমিত্র মিত্র, কংগ্রেস নেতা অধীর চৌধুরি, প্রদীপ ভট্টাচার্য, রাজ্য কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত গৌরব গগৈ সহ রাজ্য থেকে ঘোষিত কংগ্রেস প্রার্থীদের বেশিরভাগ।



মাঠে দু’টি মঞ্চের ব্যবস্থা করা হয়েছে। রাহুল গান্ধির সভামঞ্চের প্রায় ৬০ মিটার দূরে থাকছে আরও একটি মঞ্চ। রাহুল গান্ধির মঞ্চে সব মিলিয়ে ২২ জনের বসার ব্যবস্থা থাকছে। অপর মঞ্চটিতে থাকছে ৬০ জনের বসার ব্যবস্থা। রাহুলের মঞ্চে মূলত থাকবেন নিরাপত্তারক্ষীরা। অন্য মঞ্চটিতে বসবেন প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব। হেলিপ্যাড তৈরি হয়েছে রাহুলের মঞ্চের পিছনে ১০০ মিটার দূরে। মঞ্চের সামনে থাকছে ভিভিআইপি ৫০০টি ও ভিআইপি ১ হাজারটি চেয়ার। দর্শক সহ প্রত্যেককেই ‘ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর’ পেরিয়ে সভা ময়দানে পৌঁছতে হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page