পুজোতে শহরে ৫২টি ড্রপগেট থাকছে, সকালে বিসর্জন
top of page

পুজোতে শহরে ৫২টি ড্রপগেট থাকছে, সকালে বিসর্জন

করোনা আবহে দুর্গাপুজোর মানুষের সাহায্যের জন্য পুজোগাইড ২০২০ প্রকাশ করল মালদা জেলা প্রশাসন৷ আজ বিকেলে জেলা পুলিশলাইনে পুজো গাইডের উদ্বোধন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র ও পুলিশসুপার অলোক রাজোরিয়া৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশসুপার, ইংরেজবাজার থানার আইসি, প্রাক্তনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, পুরসভার পরিচালন বোর্ডের সদস্য দুলাল সরকার, আশিস কুণ্ডু, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্যরা৷



পুলিশসুপার বলেন, পুজোর দিনগুলিতে দুপুর তিনটে থেকে রাত দুটো পর্যন্ত ড্রপ গেট কার্যকর থাকবে৷ ইংরেজবাজারে ৫২টি ড্রপগেট থাকছে৷ জরুরি পরিষেবা ছাড়া শুধুমাত্র পুলিশের অনুমতিপ্রাপ্ত যানবাহন চলাচল করতে পারবে৷ পাশাপাশি মানুষের সাহায্যে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ করা হবে৷ মালদা শহরের রাস্তায় অ্যান্টি ইভটিজিং স্কোয়াড ঘুরবে৷ পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে বিসর্জন করতে হবে৷ শুধুমাত্র সকালেই বিসর্জন করা যাবে৷ বিসর্জনে শোভাযাত্রা থাকবে না৷ ব্যবহার করা যাবে না ডিজেও৷



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page