পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছে প্রশাসন
top of page

পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছে প্রশাসন

করোনা আবহে এবার আয়োজিত হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। পুজোর আগে উদ্যোক্তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখল চাঁচল পুলিশ প্রশাসন। এদিন চাঁচল থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্তারা বিভিন্ন পুজো উদ্যোক্তাদের প্রস্তুতি খতিয়ে দেখেন।



সারা বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা। দিনের পর দিন বাড়ছে জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতেই আয়োজিত হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চিকিৎসকদের একাংশের দাবি, শারদোৎসব শেষে রাজ্যে এক ধাক্কায় বাড়তে পারে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার পুজো উদ্যোক্তাদের বেশ কিছু নির্দেশিকা দিয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী পুজো আয়োজন করতে বলা হয়েছে ক্লাবগুলিকে। পুজো উদ্যোক্তাদের সেই সমস্ত আয়োজন খতিয়ে দেখতে আজ পুজো প্যান্ডেলগুলি পরিদর্শন করেন চাঁচল পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। উদ্যোক্তাদের আর কি কি করণীয় তাও তুলে ধরেন পুলিশ আধিকারিকরা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page