চাঁচলে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ গ্রামবাসীদের
ফের অভিনব বিক্ষোভ চাঁচলে। পাকা রাস্তার দাবিতে বেহাল রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখাল চাঁচল-১ নং ব্লকের নগাচিয়া গ্রামের বাসিন্দারা। বহুবার পঞ্চায়েত প্রধান, বিডিও, এসডিও বিধায়কে জানিয়েও কোনও ফল না মেলায় এই অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
চাঁচলের নোগাছিয়া গ্রামের প্রায় দুই কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। চাঁচল গ্রামপঞ্চায়েতের নোগাছিয়া গ্রামের এই রাস্তা দিয়ে আশেপাশের রানিকামা, শিহিপুর, রতনপুর, রামপুর গ্রামের বাসিন্দারা নিত্য প্রয়োজনে যাতায়াত করেন। অভিযোগ, দীর্ঘদিন ধেরে কাঁচা অবস্থায় রয়েছে এই রাস্তা। সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জল জমে যায় রাস্তায়। শুধু এলাকাবাসী নয় রাস্তা দিয়ে চলাফেরা করতে সমস্যায় পড়েন শ্রীপুর জুনিয়র হাইস্কুল, প্রাইমারি স্কুলের শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও ফল মেলেনি। বাধ্য হয়ে কাঁচা রাস্তা পাকা করার দাবি নিয়ে রাস্তায় ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।
Comments