top of page

ব্রিজ চাই, পাকা রাস্তা চাই, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের

স্থায়ী ব্রিজ ও পাকা রাস্তার দাবিতে জেলা প্রশাসনিকভবন চত্বরে বিক্ষোভ হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রামপঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। দ্রুত সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন বিক্ষোভকারীরা।



বিক্ষোভকারীদের অভিযোগ, আদিনা স্টেশন থেকে হবিবপুর ব্লকের চাকলি বর্ডার পর্যন্ত দীর্ঘ প্রায় ৩৩ কিলোমিটার রাস্তা কিছু জায়গায় পাকা থাকলেও রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর, জগন্নাথপুর গ্রাম সংলগ্ন রাস্তা এখনও কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে পাকা রাস্তা ও স্থায়ী ব্রিজের দাবিতে আবেদন করা হয়েছে। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত, প্রধান, সাংসদ, বিধায়কের কাছে আবেদন করেও কোনো ফল মেলেনি। ভোটের সময় নেতা-নেত্রীরা রাস্তা-ব্রিজের আশ্বাস দেন। কিন্তু ভোট মিটতেই আর তাঁদের দেখা মেলে না। প্রশাসনের প্রতি ক্ষুব্ধ হয়ে আজ ওই এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে জেলা প্রশাসনিকভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। দ্রুত সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন ওই এলাকার বাসিন্দারা। পরে এলাকাবাসীরা একত্রিত হয়ে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি তুলে দেন।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page