পুরাতন মালদায় কৃষি বিলের সমর্থনে মিছিল
কৃষি বিলের সমর্থনে এবার বিজেপির মিছিল পুরাতন মালদায়। আজ দুপুরে পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের ছাতিয়ান মোড় থেকে একটি মিছিল পুরাতন মালদার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে পা মেলান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি, জেলা বিজেপি নেত্রী সুতপা মুখার্জি সহ শতাধিক বিজেপি কর্মী।
উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু জানান, কৃষকদের কথা মাথায় রেখে কৃষকদের পক্ষে কৃষি বিল পাস করা হয়েছে। সেই বিলকে বিরোধী রাজনৈতিক নেতারা ভুলভাবে মানুষকে বোঝাচ্ছে। কৃষি বিলকে ভুল ব্যাখ্যা করে বিভিন্ন জায়গায় বিক্ষোভের নাম করে বিশৃঙ্খলা ঘটাচ্ছে বিরোধীরা। বিভিন্ন এলাকার কৃষকদের কাছে পৌঁছে জেলা বিজেপি এই বিলের সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে।
[ আরও খবরঃ করোনায় কড়িতে টান, পুজোয় তাল কেটেছে মজলিশের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments