প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রতিবাদ করায় কর্মীকে মারধরের দাবি বিজেপির
নরেন্দ্র মোদীকে কটূক্তির প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে চাঁচল থানায়। মারধরের সংস্কৃতি তৃণমূলের নয়, গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা দাবি তৃণমূল দলের।
সূত্র মারফত জানা গিয়েছে, চাঁচল থানার আশ্রমপাড়া এলাকার বাসিন্দা অমরচন্দ্র দাস আক্রান্ত হয়েছেন। তিনি এলাকায় একজন বিজেপি কর্মী হিসেবে পরিচিত। গতকাল রাতে চাঁচল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল আনতে যান তিনি। অভিযোগ সেই সময় কিছু লোকের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে কটূক্তি শুনে প্রতিবাদ করেন তিনি। অভিযোগ, প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। গুরুতর আঘাত পান চোখে। এই ঘটনার সাথে তৃণমূল জড়িত বলে অভিযোগ অমরবাবুর। ঘটনা লিখিত অভিযোগ দায়ের হয়েছে চাঁচল থানায়।
[ আরও খবরঃ এককথায় ২০২০ ]
এদিকে সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদা জেলাপরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন। তিনি বলেন, মারধরের সংস্কৃতি তৃণমূলের নয়, গ্রাম্য বিবাদের জেরে এই মারধরের ঘটনা ঘটেছে। মিথ্যে দায় চাপানো হয়েছে তৃণমূলের উপর। পুলিশকে জানাব ঘটনার সঠিক তদন্ত করতে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários