ইদগাহে নমাজ পাঠ হবে না ইদের দিনে
গত বছরের মতো এবছরও জমায়েত না করেই পালন করতে হবে খুশির ইদ উৎসব৷ এনিয়ে ইতিমধ্যে ইদ আয়োজক কমিটিগুলির সঙ্গে বৈঠক সেরে ফেলেছে জেলা পুলিশ প্রশাসন৷ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষদের বাড়ি থেকেই ইদের নমাজ পড়ার অনুরোধ জানানো হয়েছে৷ সরকারি নির্দেশিকা মেনেই ইদ উৎসব পালিত হবে বলে জানিয়েছেন ইদ আয়োজক কর্তৃপক্ষগুলি৷
গতকালই ইংরেজবাজার আইসি জানিয়েছিলেন, মালদার ইদ আয়োজক কমিটিগুলির সঙ্গে বৈঠক করা হয়েছে৷ তাঁদের সরকারি নির্দেশিকা মেনেই ইদ উৎসবে সামিল হতে বলা হয়েছে৷ গতবারও করোনা পরিস্থিতিতে ইদ উৎসব পালন হয়েছিল৷ সেবারও সরকারি নির্দেশ মেনেই উৎসবে সামিল হয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ৷ এবারও তাঁরা সরকারি নির্দেশ মেনেই উৎসব পালন করবেন বলেও জানিয়েছেন৷
মালদার মুসলিম কমিটি, আটকোশি আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার কোষাধ্যক্ষ মোহম্মদ শারাফত আলি জানান, গতবারের মতো এবারও মালদা শহরের কোনও ইদগাহে নমাজ পাঠ হবে না৷ করোনার জন্য এবারও সেটা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে৷ শহরের মূল ইদগাহও এবার ইদের দিন বন্ধ থাকবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments