সিল করা হল ফাঁড়ি! কোয়রান্টিনে রথবাড়ির পুলিশকর্মীরা
জেলায় প্রথম কোভিড আক্রান্তের খবর মিলতেই সংক্রমণের আশঙ্কায় রথবাড়ি ফাঁড়ি সিল করে দেওয়া হয়েছে। ফাঁড়িতে থাকা পুলিশকর্মীদেরও বর্তমানে ফাঁড়িতেই কোয়ারান্টিনে রাখা হয়েছে৷
পুলিশসূত্রে জানা গেছে, এই ফাঁড়ি থেকেই পুলিশকর্মীদের পাঠানো হয়েছিল মানিকচকের নারিদিয়ারা নতুনটোলা গ্রামে৷ করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে সরকারি কোয়রান্টিন সেন্টারে নিয়ে যান রথবাড়ি ফাঁড়ির পুলিশকর্মীরা৷ ওই শ্রমিকের লালারসে কোভিড১৯-এর উপস্থিতি পাওয়ার পর গতকালই সিল করে দেওয়া হয়েছে ফাঁড়ি৷ রথবাড়ি পুলিশ ফাঁড়িতে এই মুহূর্তে পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে ১১ জন কর্মরত৷ ওই পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের আপাতত ফাঁড়িতেই রাখা হয়েছে৷
[ আগের খবরঃ শবদেহ দাহ করা নিয়ে তুলকালাম শ্মশান ]
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ওই ফাঁড়ির কয়েকজন পুলিশকর্মী ওই শ্রমিকের সেকেন্ডারি সংস্পর্শে এসেছিলেন৷ তাই সতর্কতার জন্য তাঁদের হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে৷ তবে ফাঁড়ি সিল করা হয়নি৷
যদিও রথবাড়ি ফাঁড়ি সংলগ্ন এলাকায় থাকা পুলিশকর্মীদের দাবি রথবাড়ি ফাঁড়ি সিল করে দেওয়া হয়েছে।
Comments