কালিয়াচকে আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ
top of page

কালিয়াচকে আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ

অবশেষে কালিয়াচকের আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ। উল্লেখ্য জুলাই মাসের ৩ তারিখে জামালপুরে আইনজীবী নেহারুল ইসলাম চৌধুরীর বাড়িতে ভয়াবহ ডাকাতি ঘটে ও লক্ষাধিক টাকা সহ ৩৫ ভরি সোনার গহনাও লুঠ হয়।


কালিয়াচক থানার পুলিশ ও মালদা জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ঘটনার তদন্তে নেমে গত ১৪ জুলাই সাকিউর শেখ ও আমির সোহেল ওরফে কালু নামে দুজনকে গ্রেপ্তার করেছিল। এদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ গত ১ অগস্ট সইফ মুবাসসর আহমেদ ওরফে জিএম নামে একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৩৫ হাজার টাকা, একটি ইমপ্রভাইজড পাইপগান, ১ রাউন্ড কার্তুজ ও একটি কালো রঙের হাফ মাঙ্কি ক্যাপ উদ্ধার করে। এই প্রসঙ্গে বলা যেতে পারে যে আইনজীবীর পরিবারের পক্ষ থেকে থানায় যে অভিযোগ জানানো হয়েছিল তাতে ডাকাতদের মধ্যে একজন এই ধরণের মাঙ্কি ক্যাপ পড়েছিল বলে উল্লেখ করা হয়েছিল। এছাড়াও পুলিশ শাহরুখ হোসেন ওরফে স্বরূপ নামে অপর একজনের কাছ থেকে ৪৮ হাজার টাকা, একটি ওয়ার কাটার ও গোল্ডেন রিস্ট ওয়াচ উদ্ধার করে। সর্বশেষ পুলিশ আকবর শেখ ওরফে আয়াতুল্লাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে পুরাতন সোনার গহনা, একটি পাইপগান ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এছাড়া পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ম্যাজিক গাড়ি, যার নম্বর প্লেট ডব্লিউ বি ৬৬ কে ৮০০৩ আটক করেছে।


কালিয়াচকে আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page