top of page

বিধায়কের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার তিন

কংগ্রেসের বিদায়ি বিধায়ক তথা মানিকচকের প্রার্থী ও সাংসদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।


ধৃতদের নাম গাফফর শেখ (৬৭), আসেম আলি (৩৬) ও কামিল খান (৩৮)। ধৃতরা বাড়ি নতুন নঘরিয়া এলাকার বাসিন্দা। উল্লেখ্য, রবিবার নঘরিয়া এলাকায় কর্মীসভা সেরে ফেরার পথে তৃণমূলের পতাকা হাতে নিয়ে মানিকচকের বিদায়ি বিধায়ক মোত্তাকিন আলম ও দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরির গাড়িতে হামলা চালায় কিছু দুষ্কৃতী। প্রতিবাদে জেলার বিভিন্ন এলাকায় কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। সেই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করে।


Police arrested 3 in connection with attack on MP
তদন্তে নেমে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করে



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page