top of page

কেন ইংলিশবাজার? নাম পরিবর্তনের ইচ্ছে বিজেপি প্রার্থীর

মালদা শহরের নাম ইংলিশবাজার কেন? কেন এই নাম পরিবর্তন করা হয়নি? ভোটে জিতলে ইংলিশবাজারের নাম পরিবর্তনের ইচ্ছে প্রকাশ করলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি। আজ সাংবাদিক বৈঠক ডেকে এই মন্তব্য করেন তিনি।



তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে সারা রাজ্যের মধ্যে ইংরেজবাজারের ফল ভালো ছিল বিজেপির। গত লোকসভা থেকে এখন বিজেপির সংগঠন চারগুণ শক্তিশালী হয়েছে। স্থানীয়দের মধ্যেও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মানুষ বিজেপিকে জিতিয়ে রাজ্যে ক্ষমতায় আনছেন। সারা রাজ্যের সঙ্গে উন্নয়নের জোয়ার বইবে ইংরেজবাজারেও। এই শহরে জঞ্জাল ফেলার কোনও জায়গা নেই, আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা নেই৷ মালদা শহরকে স্মার্ট সিটি তৈরির উদ্যোগ নেওয়া হলেও কিছু হয়নি৷ মালদায় বিমানবন্দর চালু করা, গঙ্গা ভাঙন রোধ ও নদীরা নাব্যতা বাড়ানোর কাজ সহ অনেক কাজ করার রয়েছে। তৃণমূলের সরকারের আমলে কোনও কাজ হয়নি। শুধু টাকাপয়সা লুটপাট হয়েছে৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page