ইংরেজবাজারে উদ্ধার মানুষের মাথার খুলি
পুকুর থেকে মানুষের মাথার খুলি উদ্ধার ইংরেজবাজারে। খুলি উদ্ধার করে মালদা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায়।
জানা গিয়েছে, আজ সকালে কয়েকজন শ্রমিক পুকুরের কচুরি পানা পরিষ্কার করতে গিয়ে একটি মানুষের মাথার খুলি দেখতে পান। স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশে জানান। পুলিশকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে ওই খুলি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেন। কীভাবে ওই খুলি পুকুরে এল তা নিয়ে ধন্দে রয়েছেন স্থানীয়রা।
ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, একটি মানুষের মাথার খুলি উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। ওই খুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই মাথার খুলি দুই বছরের পুরোনো। হয়তো পার্শ্ববর্তী কবরস্থান থেকে কুকুর ওই খুলি টেনে নিয়ে এসেছে।
[ আরও খবরঃ উন্নয়ন অধরা, প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments