top of page

আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় দুই পাণ্ডা গ্রেফতার

গত ৮ জুলাই কালিয়াচকের জালালপুরে আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ। এদের নাম সফিউল শেখ ও আমির সোহেল। গত বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কালিয়াচক থানার পুলিশ। তাদের বাড়ি থেকে ৩৮ হাজার টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য যে ৮ জুলাই কালিয়াচক থানার জালালপুরে আইনজীবী নেহারুল ইসলাম চৌধুরীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। নগদ ৩ লক্ষ টাকা ও ৩৫ ভরি সোনার গহনা নিয়ে ডাকাতরা চম্পট দেয়। কলকাতা থেকে সিআইডি আধিকারিকেরা এসে এই ঘটনার তদন্তভার গ্রহণ করে। অবশেষে এই সিআইডি আধিকারিকদের জালে পরে সফিউল ও আমির। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আদালতের অনুমতি সাপেক্ষে তাদেরকে নিজ হেফাজতে নিয়েছে।


advocate-robbed-police-arrest-two-miscreants


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page