আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় দুই পাণ্ডা গ্রেফতার
গত ৮ জুলাই কালিয়াচকের জালালপুরে আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ। এদের নাম সফিউল শেখ ও আমির সোহেল। গত বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কালিয়াচক থানার পুলিশ। তাদের বাড়ি থেকে ৩৮ হাজার টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য যে ৮ জুলাই কালিয়াচক থানার জালালপুরে আইনজীবী নেহারুল ইসলাম চৌধুরীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। নগদ ৩ লক্ষ টাকা ও ৩৫ ভরি সোনার গহনা নিয়ে ডাকাতরা চম্পট দেয়। কলকাতা থেকে সিআইডি আধিকারিকেরা এসে এই ঘটনার তদন্তভার গ্রহণ করে। অবশেষে এই সিআইডি আধিকারিকদের জালে পরে সফিউল ও আমির। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আদালতের অনুমতি সাপেক্ষে তাদেরকে নিজ হেফাজতে নিয়েছে।
আগের খবরঃ আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires