top of page

রাতের অন্ধকারে পালাল দুই, পাকরাও তিন সশস্ত্র ডাকাত

ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ির লক্ষ্মীপুর এলাকায় হাইস্কুল সংলগ্ন মাঠে হানা দেয় মোথাবাড়ি থানার পুলিশ। ওই মাঠে কয়েকজন দুষ্কৃতী জমায়েত হয়েছিল। পুলিশ তাদের ধাওয়া করলে দুই ব্যক্তি অন্ধকারের সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয়। বাকি তিনজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, লোহার রড ও হাঁসুয়া। ধৃতদের নাম গোলাম মোস্তাফা (২০), সুরজ সুলতান (১৯) ও রনি শেখ (২০)। ধৃতরা সকলেই মোথাবাড়ি এলাকার বাসিন্দা। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page