হাতেনাতে ধরা পড়েও অভিনয় করে পালাল পকেটমার
হাতেনাতে ধরা পড়েছিল। জনতার গণপ্রহারের পরেও পালাতে সক্ষম হল এক পকেটমার। স্থানীয়দের অভিযোগ, পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসায় পালাতে সক্ষম হয়েছে ধৃত পকেটমার। বুধবার পুরাতন মালদার রাজীব গান্ধি পুরবাজারে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুরাতন মালদার রাজীব গান্ধি পুরবাজার থেকে মোবাইল ফোন আর টাকা চুরি হচ্ছিল। বহু চেষ্টা করেও পকেটমারকে ধরা যাচ্ছিল না। অবশেষে আজ দুপুরে পুরবাজারে এক ক্রেতার পকেট থেকে ১২ হাজার টাকা সরিয়ে ফেলে এক পকেটমার। সেই ঘটনা চোখে পড়ে যায় অন্য এক ব্যক্তির। সকলের চেষ্টায় ধরা পড়ে যায় পকেটমার। চলতে থাকে উত্তমমধ্যম। খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু ঘটনাস্থলে সময়মতো পুলিশ আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় এক বাসিন্দার দাবি, কয়েকদিন আগে ধৃত পকেটমার তাঁর পকেট থেকে দামি মোবাইল চুরি করেছিল। তিনি ওই ছেলের মুখ ভালো করে চেলেন।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের মারে এক সময় অচৈতন্য হওয়ার ভান করে ধৃত পকেটমার। সেই দৃশ্য দেখে স্থানীয়রা ধৃত পকেটমারকে জলের বোতল তুলে দেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকা ছেড়ে পালায় ধৃত পকেটমার।
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comentários