সরকারের নির্দেশে রাস্তায় বাস, যাত্রী ছাড়া ক্ষতির মুখে মালিকপক্ষ
অবশেষে চালু হল বেসরকারি বাস পরিসেবা। কিন্তু বেশিরভাগে বাসেই দেখা মিলল না যাত্রীর। দীর্ঘ লকডাউনের পরে বাস পরিসেবা চালু হলেও খুশি নন বাস মালিকরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন মালিকপক্ষ।
মালদা বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নিমাই বিশ্বাস জানান, দীর্ঘ লকডাউনের পরে সরকারের নির্দেশ অনুযায়ী তাঁরা বাস পরিসেবা শুরু করেছেন। গতকাল বেশ কিছু বাস পথে চলেছিল, আজও কিছু বাস নেমেছে। কিন্তু করোনার আতঙ্কে বেশিরভাগ লোকই বাসে উঠতে রাজি হচ্ছেন না। হাতেগোনা কয়েকজন যাত্রী নিয়ে দিনের পর দিন বাস পরিসেবা চালিয়ে যাওয়া সম্ভব নয়। গুটি কয়েক যাত্রীর ভাড়াতে চালক কিংবা ডিজেলের খরচা উঠছে না। ঘর থেকে টাকা লাগিয়ে বাস চালানো সম্ভব নয়। রাজ্য সরকারের বিষয়টির দিকে দৃষ্টিপাত করা উচিত।
[ আরও খবরঃ বেতন বকেয়া সাত মাস, টোলপ্লাজা ঘেরাও করল শ্রমিকরা ]
টপিকঃ #বাস
Comments