দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতি শিক্ষাকর্মীদের
শিক্ষা মন্ত্রী প্রতিশ্রুতির পরেও আশ্বাস পূরণ না হওয়ায় কর্মবিরতি শুরু করেছেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির মালদা কলেজের ক্যাজুয়াল কর্মীরা। আজ তাঁদের কর্মবিরতির দ্বিতীয় দিন। ৬২ জন কর্মী এই কর্মবিরতিতে শামিল হয়েছেন।
তনয় কুমার ভট্টাচার্য্য জানান, দাবি নিয়ে আমরা এর আগে ৭৫ দিন মালদা কলেজের গেটের সামনে অনশনে বসেছিলাম। রাজ্য শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী আশ্বাসে আমরা অনশন তুলে নিই। গত ৬ ফেব্রুয়ারি দাবি নিয়ে আমরা বিধানসভা অভিযান করেছিলাম। তখন শিক্ষা দপ্তর থেকে আমাদের জানানো হয় ভোটের আগে আমাদের স্থায়ীকরণ করা হবে না। তাই আমাদের স্থায়ীকরণের দাবি নিয়ে আমাদের সংগঠনের রাজ্য নেতৃত্তের নির্দেশ অনুযায়ী তিন দিনের জন্য আমাদের কর্মবিরতি শুরু হয়েছে।
[ আরও খবরঃ কাল মালদায় মমতা, সভামঞ্চে উঠতে করোনা পরীক্ষা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments