কাল মালদায় মমতা, সভামঞ্চে উঠতে করোনা পরীক্ষা
আগামীকাল মালদায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ রামকৃষ্ণমিশন সংলগ্ন ময়দানে সভা হচ্ছে। তৃণমূল সুপ্রিমোর কপ্টার নামবে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। পাশাপাশি তৈরি রাখা থাকছে মালদা জেলা বিমান বন্দরও। মমতার সভাকে কেন্দ্র করে দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছে জেলা তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল সুপ্রিমোর সভাস্থল পরিদর্শন করে কৃষ্ণেন্দুবাবু জানান, দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে চপারে আসবেন দলনেত্রী৷ সভা করে মহানন্দা ভবনে রাত্রিবাস করবেন। পরদিন চপারে দক্ষিণ দিনাজপুর যাবেন নেত্রী৷ মালদার সভাকে কেন্দ্র করে এখানে দুটি মঞ্চ তৈরি করা হচ্ছে৷ মূল মঞ্চে নেত্রী ছাড়াও দলের প্রথম সারির ১৮ থেকে ২০ জন থাকবেন৷ মঞ্চে যাঁরা থাকবেন, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক৷ করোনা পরীক্ষার রিপোর্ট দেখেই তাঁদের মঞ্চে উঠতে দেওয়া হবে।
[ আরও খবরঃ মমতার সভার আগে শাসকদলে মিমের পনেরো নেতৃত্ব ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments