মমতার সভার আগে শাসকদলে মিমের পনেরো নেতৃত্ব
মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় সভার ঠিক একদিন আগে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) মালদা জেলার ১০টি ব্লকের ১৫ জন নেতৃত্ব। মিমের নেতৃত্বদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের মালদা জেলার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশারফ হোসেন, দুলাল সরকার, সাবিনা ইয়াসমিন, প্রসেনজিৎ দাস সহ আরও অনেকে৷
তৃণমূলে যোগ দিয়ে সাবির আহমেদ বলেন, গত ২ বছর এই জেলায় মিমের সংগঠন বাড়ানোর কাজ করেছি৷ কিন্তু আমরা দেখছি, বিজেপির সঙ্গে মিমের মতের কোনও পার্থক্য নেই৷ দুটি দলই সাম্প্রদায়িকতায় বিশ্বাসী৷ আর মিম সংখ্যালঘু ভোট ভাগ করে পিছন থেকে বিজেপিকে সাহায্য করছে৷ জেলার ৮৫ শতাংশ মিমের কর্মী আজ থেকে তৃণমূলের হয়ে কাজ করবে।
[ আরও খবরঃ পুলিশের জালে ৬ জনের ডাকাত দল ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות