top of page

নির্দল হিসাবে মনোনয়ন দিলেন ইয়াসিনের স্ত্রী পায়েল

রতুয়া বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী শেখ ইয়াসিনের স্ত্রী পায়েল খাতুন। ওই আসনে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন তিনি।


মনোনয়ন জমা দিলেন পায়েল খাতুন

তাঁর দাবি, এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় এলাকার উন্নয়নে কোন‌ও কাজ করেননি। মানুষের সেবা করতেই তিনি নির্দল হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। তৃণমূল জেলাপরিষদ সদস্য নির্দল হিসাবে মনোনয়ন দাখিলে খানিকটা ব্যাকফুটে শাসক দল।



যদিও এনিয়ে মন্তব্য করতে রাজি হননি তাঁর স্বামী শেখ ইয়াসিন। তিনি বলেন, রাজনৈতিকভাবে তাঁদের মতাদর্শ আলাদা। তাই তিনি স্ত্রীর মনোনয়ন নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন।



রতুয়া বিধানসভা এলাকায় তৃণমূলের জেলাপরিষদের কর্মাধ্যক্ষ নির্দল হিসাবে মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে বিদায়ী বিধায়ক তথা তৃণমূলের প্রার্থী সমর মুখোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page