মালদায় মনোনয়ন পেশ করল মিম, সাত আসনে লড়বে দল
top of page

মালদায় মনোনয়ন পেশ করল মিম, সাত আসনে লড়বে দল

তৃণমূল ও কংগ্রেসের কপালে ভাঁজ ফেলে মালতিপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম৷ আজ চাঁচল ম হকুমাশাসকের দপ্তরে মালতিপুর কেন্দ্রে মিমের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন দলের মালদা জেলা আহ্বায়ক মতিউর রহমান৷



তিনি জানিয়েছেন, শুধু মালতিপুর নয়, এবার তাঁদের দল রাজ্যের সাতটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তার মধ্যে মালদা জেলায় মালতিপুর ও রতুয়া বিধানসভা কেন্দ্র রয়েছে৷ মতিউর সাহেবের দাবি, কারোর ভোট কাটার জন্য তিনি প্রার্থী হননি৷ এলাকার মানুষ তাঁদের দলকে চাইছে৷ তারা হায়দরাবাদে গিয়ে নিজেদের সেই দাবি জানিয়ে এসেছে৷ তাই এলাকার মানুষের দাবিকে সম্মান জানাতেই দলের সর্বভারতীয় সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি তাঁকে এই কেন্দ্রের প্রার্থী হিসাবে নির্বাচিত করেছেন৷ এর জন্য তিনি তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন৷ ভোটে জিতলে তিনি মানুষের কাজ করতে চান৷ মালতিপুরের প্রচুর মানুষ বাইরে কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরে আসে৷ তাই তিনি এলাকার কর্মসংস্থানেই সবচেয়ে বেশি জোর দিতে চান৷ আজ মতিউর সাহেবের সঙ্গে দলের হায়দরাবাদের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page