top of page

মনোনয়নের পর ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, কেন্দ্রীয় বাহিনীর দাবি স্থানীয়দের

মনোনয়ন দাখিলের পরদিনই প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে চাঁচল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। গ্রামের অনুন্নয়নের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে সুরক্ষার দাবি তুলেছেন চাঁচল ১ নম্বর ব্লকের মতিহারপুর গ্রামপঞ্চায়েতের বাসিন্দারা।


গতকাল মনোনয়ন জমা দিয়েই সকাল থেকে পুনরায় ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন চাঁচলের বিজেপির প্রার্থী দীপঙ্কর রাম। আজ সকালে তিনি চাঁচল ১ নম্বর ব্লকের মতিহারপুর গ্রামপঞ্চায়েতের বমুয়া গ্রামে যান। সেখানে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের মুখে পড়েন তিনি। সমস্ত অভিযোগ শুনে গ্রামবাসীদের শান্ত করেন তিনি।



স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় রাস্তা, পানীয় জল, সরকারি প্রকল্পের ঘর সমস্ত কিছুর সমস্যা রয়েছে। রাস্তা নিয়ে পঞ্চায়েতে জানানো হলেও কোনও ফল মেলেনি। ভোটের পর থেকে এলাকায় বিধায়ক আসেননি। অথচ তাঁদের পাশের গ্রামের মানুষ অনেক সুবিধে পেয়েছে। শুধু তাই নয়, ভোট দিতে গেলেও তাঁদের বাধার মুখে পড়তে হয়। দুষ্কৃতীরা রাস্তায় আটকে ভোট দিতে গেলে বোমা-গুলি মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তাঁরা ভোট দিতে চান। তাই এলাকার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



দীপঙ্করবাবু জানান, সব জায়গাতেই প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী নির্বাচনী সভায় বলছেন তিনি সমস্ত কাজ করে দিয়েছেন। আর প্রচারে গিয়ে গ্রামবাসীদের অভিযোগের লিস্ট তাঁদের হাতে পড়ছে। গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় তৃণমূল যা সন্ত্রাস চালিয়েছিল, মানুষ তাতে এখনও ভীত হয়ে রয়েছেন। তাই স্থানীয়রা এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি তুলেছেন।



স্থানীয় বিদায়ী বিধায়ক তথা এবারের সংযুক্ত মোর্চার প্রার্থী আসিফ মেহবুব জানান, ওই এলাকা যথেষ্ট বড়ো৷ যতটা সম্ভব ওই এলাকায় কাজ করা হয়েছে। গ্রামপঞ্চায়েত ও জেলাপরিষদ উদ্যোগ নিলে আরও কিছুটা কাজ করা যেত। সংযুক্ত মোর্চার সরকার গঠন করলে প্রথমেই গ্রাম বাংলার উন্নয়ন করা হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page