top of page

মুখ্যমন্ত্রীর কাছে বেতন বৃদ্ধির আবেদন রোগী সহায়ক কর্মীদের

ইংরেজবাজার শহর প্রদক্ষিণ করল ডা. বিধানচন্দ্র রায় রোগী সহায়ক সমিতির মালদা জেলা কমিটির একটি মিছিল। মিছিল শেষে পাঁচ দফা দাবি নিয়ে রোগী সহায়ক কর্মীরা জেলাশাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন।


Patient support staff salary hike demands in malda

পাঁচ দফা দাবি নিয়ে মালদা শহরে মিছিল করলো ডা. বিধানচন্দ্র রায় রোগী সহায়ক সমিতির মালদা জেলা কমিটির কর্মীরা। কাজের নিরিখে বেতন বৃদ্ধি, সহায়ক কর্মীদের নিরাপত্তা প্রদান, মাতৃত্বকালীন ছুটি, ইপিএফ-ইএসআই ইত্যাদি দাবিদাওয়া নিয়ে এই মিছিল গোটা শহর পরিক্রমা করে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে জমায়েত হয়। এরপর এই পাঁচ দফা দাবি নিয়ে রোগী সহায়ক কর্মীরা জেলাশাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন।



মালদা জেলা রোগী সহায়ক সংগঠনের পক্ষে সৌমিত্র ঝা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী। গোটা রাজ্য জুড়ে সেই স্বাস্থ্যসাথীর কার্ডের পরিষেবা দিয়ে থাকেন তারা। তাই জেলাশাসকের মারফত মুখ্যমন্ত্রীর কাছে তারা আজ আবেদন জানালেন কাজের নিরিখে তাদের বেতন বৃদ্ধি নিরাপত্তা প্রদান সহ একাধিক দাবিদাওয়াগুলি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page