ড্রাগের বিরুদ্ধে পুলিশের সচেতনতা মূলক পথযাত্রা
- আমাদের মালদা ডিজিট্যাল

- Dec 16, 2020
- 1 min read
মাদক বিরোধী সচেতনতা মূলক পদযাত্রা পরিক্রমা করল মালদা শহর। মালদা জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই সচেতনতামূলক পদযাত্রার। এই পদযাত্রায় পা মেলান পুলিশ আধিকারিক এবং সিভিক ভলান্টিয়ার।
এদিন ইংরেজবাজারের মকদুমপুর থেকে শুরু হওয়া এই পদযাত্রা শহর প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। পদযাত্রা শেষে ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, পুলিশসুপারের নির্দেশমতো প্রতি থানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজ। সাধারণ মানুষকে সচেতন করতে এই মাদক বিরোধী সচেতনতা মূলক পদযাত্রা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন














Comments