top of page

রাতারাতি পথসাথী বদলে গিয়েছে কোভিড হাসপাতালে

গত চারদিনেই মালদা জেলায় করোনায় আক্রান্ত প্রায় ১০০ জন। জেলার একমাত্র কোভিড হাসপাতাল ভরতি। এদিকে করোনায় আক্রান্ত হতে শুরু করেছেন প্রশাসনিক কর্তারা। এই পরিস্থিতিতে প্রশাসনিক কর্তাদের জন্য পুরাতন মালদার নারায়ণপুরে পথসাথী ভবনটিকেই কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে৷


Pathsathi turned into a Covid Hospital overnight
প্রশাসনিক কর্তাদের জন্য পথসাথী ভবনটিকেই কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে। ছবিঃ চন্দন কর্মকার

জানা গিয়েছে, পুরাতন মালদার বিডিওকে ওই করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ওই হাসপাতালে প্রায় ২০টি বেড তৈরি করা হয়েছে। এতদিন ওই ভবনটি পথচলতি মানুষের খাবারের জন্য ছিল। সেই দায়িত্বে ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ওই মহিলাদের আজ থেকে ছুটি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। আজ এই ভবনের ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন একজন অতিরিক্ত জেলাশাসক সহ জেলাপ্রশাসনের একাধিক কর্তা৷ তবে তাঁরা কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি৷


সরকারি হিসেবে জেলার মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৪৬৯ জনে। এই সংখ্যাটি গতকাল সকাল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি। এরপর বুধবার রাতে কোভিড-১৯-এ আক্রান্ত আরও ২০ জন। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯১ জন। কয়েকদিন আগেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক আক্রান্ত হয়েছেন। আজ পুরাতন মালদার বিডিওর লালারসের নমুনায় করোনার হদিশ মিলেছে। পরিস্থিতির বিচারে পথসাথী ভবনকে কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে।



টপিকঃ #CoronaVirus

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page