রাতারাতি পথসাথী বদলে গিয়েছে কোভিড হাসপাতালে
গত চারদিনেই মালদা জেলায় করোনায় আক্রান্ত প্রায় ১০০ জন। জেলার একমাত্র কোভিড হাসপাতাল ভরতি। এদিকে করোনায় আক্রান্ত হতে শুরু করেছেন প্রশাসনিক কর্তারা। এই পরিস্থিতিতে প্রশাসনিক কর্তাদের জন্য পুরাতন মালদার নারায়ণপুরে পথসাথী ভবনটিকেই কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে৷
জানা গিয়েছে, পুরাতন মালদার বিডিওকে ওই করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ওই হাসপাতালে প্রায় ২০টি বেড তৈরি করা হয়েছে। এতদিন ওই ভবনটি পথচলতি মানুষের খাবারের জন্য ছিল। সেই দায়িত্বে ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ওই মহিলাদের আজ থেকে ছুটি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। আজ এই ভবনের ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন একজন অতিরিক্ত জেলাশাসক সহ জেলাপ্রশাসনের একাধিক কর্তা৷ তবে তাঁরা কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি৷
সরকারি হিসেবে জেলার মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৪৬৯ জনে। এই সংখ্যাটি গতকাল সকাল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি। এরপর বুধবার রাতে কোভিড-১৯-এ আক্রান্ত আরও ২০ জন। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯১ জন। কয়েকদিন আগেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক আক্রান্ত হয়েছেন। আজ পুরাতন মালদার বিডিওর লালারসের নমুনায় করোনার হদিশ মিলেছে। পরিস্থিতির বিচারে পথসাথী ভবনকে কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে।
টপিকঃ #CoronaVirus
Comments