top of page

আর্থিক প্রতারণার অভিযোগে তৃণমূল নেতাকে আটক দলীয় কর্মীদের

চাকরি ও লোন দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূলের রাজ্য কমিটির সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদককে আটক করলেন তৃণমূলের কর্মীরাই। পরিস্থিতি বেগতিক দেখে আপাতত ৩০ হাজার টাকার চেক ধরিয়ে কোনোরকমে মুক্ত হয়ে ঘটনাস্থল থেকে পালান ওই তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের ভবানীপুর এলাকায়।


আটক হওয়া তৃণমূল নেতার নাম মসিউর রহমান। বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বড়ুই গ্রামপঞ্চায়েতের মিঠাপুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাকরি ও লোন দেওয়ার নাম মসিউর সাহেব বেকার যুবক-যুবতিদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। প্রতারিতদের মধ্যে রয়েছেন একাধিক তৃণমূলকর্মী। প্রতারিতরা বারবার তাঁকে ফোন করলেও তিনি কোনো উত্তর দিতেন না। এমনকি এলাকায় চলাফেরাও বন্ধ করে দিয়েছিলেন তিনি। আজ তুলসিহাটা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা তুলতে আসেন তিনি। বিষয়টি নজরে আসতেই প্রতারিতরা তাঁকে একটি ক্লাবে নিয়ে আসে আটকে রেখে দেন। খবর পেয়ে ওই ক্লাবে ছুটে যান পরিবারের লোকজন। পরিস্থিতি বেগতিক দেখে ৩০ হাজার টাকার একটি চেক ধরিয়ে কোনোরকমে সেখান থেকে পালিয়ে আসেন মসিউর সাহেব।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page