top of page

স্কুলে আসেন না প্রধান শিক্ষক, বিক্ষোভ অভিভাবকদের

দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না প্রধান শিক্ষক, এমনই অভিযোগে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে রতুয়া-২ নম্বর ব্লকের আড়াইডাঙ্গা চক্রের মির্জাপুর প্রেম লাল প্রাথমিক বিদ্যালয়ে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মির্জাপুর প্রেম লাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ মিত্র মাসে একদিন স্কুলে আসেন। স্কুলের ক্লাসরুম আবর্জনার ভরে থাকে। শৌচালয়ের শোচনীয়। স্কুলের পানীয় জলের কল দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। এই সমস্ত অভিযোগ নিয়ে কিছুদিন আগেই আড়াইডাঙ্গা চক্রের বিদ্যালয়ে পরিদর্শক আবু হাসেন কৌশিককে অভিযোগ জানান। আজ ফের অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে যান। কিন্তু তিনি স্কুলে না থাকায় ক্ষোভ দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এরপরেই প্রধান শিক্ষকের বদলির দাবিতে স্থানীয় বাসিন্দারা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাপ্রসঙ্গে স্কুলের প্রধানের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Комментарии


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page