গোষ্ঠীকলহের জেরে পঞ্চায়েতের গেটে তালা ঝোলাল তৃণমূল
top of page

গোষ্ঠীকলহের জেরে পঞ্চায়েতের গেটে তালা ঝোলাল তৃণমূল

ফের শিরোনামে তৃণমূলের গোষ্ঠীকলহ। এবারে হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ এলাকায়। দলের অঞ্চল সভাপতি পছন্দ না হওয়ায় গ্রামপঞ্চায়েতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।


সম্প্রতি হরিশ্চন্দ্রপুর-১ ব্লক তৃণমূল কমিটি অঞ্চল কমিটি ঘোষণা করেছে। রশিদাবাদের অঞ্চল সভাপতি পদ নিয়ে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ওই এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, ব্লক সভাপতি নিজের ইচ্ছে মত অঞ্চল কমিটি গঠন করেছেন। তারই প্রতিবাদে আজ হরিশচন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্ৰামপঞ্চায়েতে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মীরা। গেটে তালা দিয়ে তৃণমূলের পতাকা ঝুলিয়ে চলতে থাকে বিক্ষোভ।


স্থানীয় এক তৃণমূল কর্মী আলি হোসেন জানান, এই পঞ্চায়েতের দীর্ঘদিনের সক্রিয় কর্মীদেরকে প্রায় অন্ধকারে রেখে কাউকে কিছু না জানিয়ে ব্লক সভাপতি মানিক দাস নিজের ঘনিষ্ঠ লোককে অঞ্চল সভাপতির পদ দিয়েছেন। যে লোকটি বর্তমানে অঞ্চল সভাপতি হয়েছেন, তিনি সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। অথচ নতুন কমিটিতে সক্রিয় কর্মী রাখা হয়নি। মানিক দাস নিজেও আগে কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। আমরা এই ঘটনার প্রবল বিরোধিতা করছি। বর্তমান ব্লক সভাপতির বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলবে।



হরিশ্চন্দ্রপুর-১ তৃণমূলের ব্লক সভাপতি মানিক দাস জানান, বর্তমানে এই ব্লকের অঞ্চল কমিটিগুলি সম্পূর্ণ জেলা কমিটির নেতৃত্বে গঠিত হয়েছে। এতে আমার কোনও হাত নেই। একটা সমস্যা হয়েছে, আমরা সবাই মিলে বসে মিটিয়ে নেব।




বিজেপির জেলা সাধারণ সম্পাদক কিষান কেডিয়া জানান, আর মাত্র তিন মাস অপেক্ষা। তারপর তৃণমূলের অস্তিত্বের অবসান হয়ে যাবে। তাই এখন ক্ষমতার দখল নিয়ে নিজেদের মধ্যেই ওরা লড়াই করছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page