বেহাল নিকাশী নালা, কেন্দ্রকে দুষছে পঞ্চায়েত
রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন পুরো এলাকা। জল ঢুকে পড়েছে বাড়িঘরেও। রান্না করার বাসনপত্র ভেসে বেড়াচ্ছে জমা জলে। এই পরিস্থিতিতে নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন চাঁচলের থানা পাড়ার বাসিন্দারা। নিকাশি ব্যবস্থা নিয়ে কাজ না হওয়ার জন্যও কেন্দ্রীয় সরকারকে দুষছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন।
ওই এলাকার এক বাসিন্দা সৌরভ সরকার জানান,
পঞ্চায়েত কিংবা ব্লক প্রশাসন নিকাশি ব্যবস্থা নিয়ে কোনও কাজ করছে না। কয়েক ঘণ্টার বৃষ্টিতে এলাকায় জল জমে যাচ্ছে। জমা জলে দিন কাটাতে হচ্ছে থানা পাড়া এলাকার মানুষদের।
স্থানীয় বিজেপি নেতা প্রসেনজিত শর্মা জানান, চাঁচলের থানাপাড়া, অরবিন্দ কলোনি, আমলা পাড়া সহ বেশ কিছু জায়গায় জমে রয়েছে৷ নিকাশি ব্যবস্থা সংস্কার করার জন্য একাধিকবার বিডিও, এসডিওকে আবেদন করা হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি।
[ আরও খবরঃ ভাঙনে তলিয়ে গেল ১০ মাসের শিশু ]
চাঁচল গ্রামপঞ্চায়েতের প্রধান আজমেরি খাতুনের প্রতিনিধি মোক্তার হোসেন জানান, থানাপাড়া এলাকায় ড্রেন নির্মাণের জন্য ১০০ দিনের প্রকল্পে স্কিম ধরা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ায় সেই কাজও বন্ধ হয়ে গিয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
تعليقات