top of page

ভাঙনে তলিয়ে গেল ১০ মাসের শিশু

নদীর ভাঙনে নিমেষে তলিয়ে গেল দশ মাসের শিশু। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন আরও চারজন। ঘটনাটি ঘটেছে রতুয়ার খাসমহল এলাকায়। খবর লেখা পর্যন্ত ওই শিশুর কোনও খোঁজ পাওয়া যায়নি।


ভাঙলের কবল থেকে বাঁচতে শ্বশুর মশায়ের বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই কাজে সাহায্য করতে রতুয়ার ভাদো এলাকা থেকে খাসমহল এলাকায় এসেছিলেন নাসিম আক্তার। সঙ্গে ছিল ১০ মাসের পুত্র সন্তান। গতকাল শ্বশুরবাড়ি ভাঙার কাজের মধ্যে শিশুকে নিয়ে নদী ভাঙনের তীব্রতা দেখতে গিয়েছিলেন নাসিম সাহেব। সেই সময় নদী পারে ধস নামে। নদীতে পড়ে যায় শিশু সহ পাঁচজন। স্থানীয় বাসিন্দারা চারজনকে উদ্ধার করতে সক্ষম হলেও ওই শিশুর কোনও হদিশ পাননি। খবর লেখা পর্যন্ত ওই শিশুর খোঁজ পাওয়া যায়নি।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page