মাত্র তিনদিনেই মালদায় চালু হয়ে যাবে অক্সিজেন প্ল্যান্ট
top of page

মাত্র তিনদিনেই মালদায় চালু হয়ে যাবে অক্সিজেন প্ল্যান্ট

আগামী বৃহস্পতিবারের মধ্যে চালু হয়ে যাবে মালদা মেডিকেল কলেজের অক্সিজেন প্ল্যান্ট। আজ অক্সিজেন প্লান্টের কাজ খতিয়ে দেখলেন জেলাশাসক রাজর্ষি মিত্র।




মালদা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, আশা করা যাচ্ছে বৃহস্পতিবারের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। এখন শুধু পাইপলাইনের কিছু কাজ বাকি। কাজ শেষ হলেই মালদা মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে সরাসরি অক্সিজেন সাপ্লাই করা হবে। প্রসঙ্গত, করোনা আবহে অক্সিজেনের ঘাটতি মেটাতে মালদা মেডিকেল কলেজে দু’টি অক্সিজেনের এল‌এমও ট্যাংক বসানো হয়েছে। তারমধ্যে একটি ট্যাংক থেকে সরাসরি ট্রমা কেয়ার বিল্ডিংয়ের কোভিড ওয়ার্ডে অক্সিজেন সাপ্লাই হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page