top of page

অসহায় রোগীরা, ফের বন্ধ মেডিকেল কলেজের আউটডোর

বুধবার সকাল থেকে বন্ধ মালদা মেডিকেল কলেজের আউটডোর পরিসেবা৷ সমস্যায় পড়েছেন রোগীরা৷ দূরদূরান্ত থেকে চিকিৎসা করাতে মালদা মেডিকেল কলেজে ছুটে এসে দেখেন আউটডোর পরিসেবা বন্ধ। অসহায় হয়ে ফিরে যেতে হয় রোগীদের।


গতকাল লোকসভায় যে বিল পাশ হয়েছে তারই প্রতিবাদে আজ সারা দেশ জুড়ে আইএমএ-র ডাকে সমস্ত হাসপাতালে আউটডোর পরিসেবা বন্ধ রাখা হয়। এই বিল প্রত্যাহার না করা হলে ফের ধর্মঘটের কথাও জানিয়েছেন ডাক্তাররা।

এক রোগীর আত্মীয় জানান, আজ সকালে মালদা মেডিকেল কলেজে এসে দেখা যায় আউটডোর পরিসেবা বন্ধ। ছোটো ছোটো সমস্যাতেই ডাক্তাররা কর্মবিরতিতে চলে যাচ্ছেন। কিছুদিন আগেও ডাক্তারদের কর্মবিরতিতে সমস্যায় পড়তে হয়েছিল৷ আজ ফের ধর্মঘট৷ এতে সাধারণ মানুষের সমস্যায় পড়তে হচ্ছে৷

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page