মোদীর মালদা ইভেন্টে হাজিরা বাঁধা পাঁচশো আসনে
করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর সভায় মাত্র ৫০০ জনের বসার ব্যবস্থা করা হবে৷ যারা সভাস্থলে থাকবেন, তাঁদের শারীরিক দূরত্ববিধি মেনে বসতে হবে৷ সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু৷
সায়ন্তন বলেন, আগামী ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর মালদায় আসার কথা৷ বর্তমান করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে কোনও জনসভায় ৫০০ জনের বেশি মানুষকে ঢুকতে দেওয়া হবে না৷ সেটা প্রধানমন্ত্রীর সভা হোক, কিংবা কোনও জেলা নেতার৷ যারা সভাস্থলে থাকবেন, তাঁদের শারীরিক দূরত্ববিধি মেনে বসতে হবে৷ তাই প্রধানমন্ত্রীর সভায় ৫০০টি চেয়ার থাকবে৷ প্রথম যে ৫০০ জন সভাস্থলে আসবেন, শুধুমাত্র তাঁদেরই সভাস্থলে প্রবেশ করতে দেওয়া হবে। মঞ্চে চারজন থাকবেন৷ তাঁদের সবাইকে আগে করোনা পরীক্ষা করাতে হবে৷ বাকিদের জন্য ভার্চুয়ালি সভার ব্যবস্থা করা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios