চাঁচলে দেবাংশু’র রোড-শো, মাস্ক ছাড়াই অংশগ্রহণ তৃণমূলীদের
করোনার দ্বিতীয় হামলায় উদ্বিগ্ন সারা দেশ। ইতিমধ্যে রাজ্যে একাধিক নির্বাচনী জনসভা বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও সকলকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সেই সময় তৃণমূলের যুব তারকা দেবাংশু ভট্টাচার্যের রোড-শোতে শিকেয় করোনা বিধি।
আজ দুপুরে চাঁচল কেন্দ্রের তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষের সমর্থনে রোড শো করেন দেবাংশু৷ চাঁচল, কলিগ্রাম ও খরবা গ্রামপঞ্চায়েত এলাকায় রোড-শো করেন তিনি। তাঁর এই রোড-শোতে তৃণমূল কর্মীদের মাস্ক ছাড়া অংশ নিতে দেখা গেল।
দেবাংশু জানান, পেছন থেকে দিদির ছবি সরে যাওয়ায় নন্দীগ্রামে শুভেন্দুর সঙ্গে, ডোমজুড়ে রাজীব ব্যানার্জির সঙ্গে খেলা হয়ে গিয়েছে। এবার মালদাতেও সেই খেলা হবে। দিদিকে জেতানো এবার মানুষের জেদে পরিণত হয়েছে৷ এতদিন তৃণমূল মালদায় কোনও আসন না জিতলেও এবার তৃণমূল মালদা থেকে ১০-১১টি আসন জিতবে।
[ আরও খবরঃ নাইট কারফিউ-লকডাউনের সম্ভাবনা ওড়ালেন মুখ্যমন্ত্রী ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments